আইন ও অপরাধ

ভ্যাট ফাঁকিতে ১১টি প্রতিষ্ঠানকে জরিমানা

অর্থনৈতিক প্রতিবেদক : মূল্য সংযোজন কর (ভ্যাট/মূসক) ফাঁকিতে পাঁচ ওষুধ কোম্পানিসহ ১১ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ঢাকা পশ্চিম ভ্যাট কর্তৃপক্ষ। ৫ ওষুধ কোম্পানিসহ ১১ প্রতিষ্ঠানগুলো হলো-কসমিক ফার্মা, নাফিউ ফার্মা, দেশ ফার্মা, জেনিয়াল ইউনানি ল্যাব, নোভো হেলথ কেয়ার অ্যান্ড ফার্মা, মাহি এন্টারপাইজ, এগ্রিগেটিক অ্যাপলাইন্স ইঞ্জিনিয়ারিং লিমিটেড, ইউনিক বিজনেস সিস্টেমস লিমিটেড, এক্সেল টেকনোলজি লিমিটেড, সীস কম্পিউটার্স লিমিটেড ও ইউএসবি এক্সপ্রেস কুরিয়ার। বুধবার ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেট এর কমিশনার ড. মইনুল খান রাইজিংবিডিকে এসব তথ্য জানিয়েছেন। আটক পণ্যের মোট মূল্য ৩৪ লাখ টাকা। আদায়কৃত ভ্যাটের পরিমাণ ৩.৭৬ লাখ টাকা ও জরিমানা ৫.০৯ লাখ টাকা। ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেট সূত্রে জানা যায়, গত ৩১ জানুয়ারি রাত ২ টায় গোপন সূত্রে প্রাপ্ত সংবাদ অনুযায়ী ঢাকা পশ্চিমের একটি দল মিরপুর ১১ থেকে একটি ট্রাক (নং ঢাকা মেট্রো-ম-১৩-১০২৯) আটক করা হয়। প্রাথমিকভাবে দেখা যায় ঐ ভ্যানে ৫টি প্রতিষ্ঠানের ওষুধ ও অন্যান্য পণ্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিবহন করা হচ্ছিল। এসব পণ্যের স্বপক্ষে কোন বৈধ ভ্যাট চালান ইস্যু করা হয়নি। পরের দিন ১ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা দায়ের করা হয়। ন্যায় নির্ণয়ের মাধ্যমে বিভিন্ন হারে জরিমানাসহ ফাঁকিকৃত ভ্যাট আদায় করা হয়। আটক পণ্যের মোট মূল্য ৩৪ লাখ টাকা। আদায়কৃত ভ্যাটের পরিমাণ ৩.৭৬ লাখ টাকা ও জরিমানা ৫.০৯ লাখ টাকা। প্রতিটি প্রতিষ্ঠানকে সাড়ে ৪.৫০ লাখ টাকা থেকে ৫ হাজার টাকার অর্থদণ্ড আরোপ করা হয়। ভ্যাটসহ আহরণকৃত জরিমানার পরিমাণ হলো ৮.৮৫ লাখ টাকা। আরোপিত জরিমানা ও প্রযোজ্য ভ্যাট পরিশোধের পর পণ্য ও ট্রাক ছেড়ে দেওয়া হয়েছে। রাইজিংবিডি/ঢাকা/১৩ ফেব্রুয়ারি ২০১৯/এম এ রহমান/সাইফ