আইন ও অপরাধ

মুচলেকা দিয়ে রক্ষা পেলেন সানাই

নিজস্ব প্রতিবেদক : অপ্রাসঙ্গিক ভিডিও ছড়ানোর অভিযোগে মডেল-অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভা মুচলেকা দিয়ে রক্ষা পেয়েছেন। রোববার তাকে আটক করে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে পুলিশ। রোববার বিকেলে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নাজমুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, ‘আটকের পর সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগে তাকে নিয়ে আসা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ভিডিও দেওয়ায় তথ্য প্রযুক্তি সংক্রান্ত অভিযোগে তাকে আনা হয়েছিল। তবে মুচলেকা দিয়েছেন যে, তিনি ভবিষ্যতে ইন্টারনেটে এ ধরনের ভিডিও আপ করবেন না।’ অভিযোগ আছে, সানাই টিকটক ও ফেসবুক লাইভের মাধ্যমে খোলামেলা ও অসামাজিক কথাবার্তা বলে যুবসমাজকে অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছিলেন। তার পোস্ট ও বার্তাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এরপরই তাকে গোয়েন্দারা নজরদারি করছিল। উল্লেখ্য, নতুন প্রজন্মকে ইন্টারনেটের আপত্তিকর আসক্তি থেকে বের করে আনতে ইতোমধ্যে অশ্লীল কনটেন্ট, জুয়া বা বিপথগামী সাইট বন্ধ করে দিয়েছে সরকার। এর ধারাবাহিকতায় এবার দেশীয় সংস্কৃতি রক্ষায় টিকটক বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। রাইজিংবিডি/ঢাকা/১৭ ফেব্রুয়ারি ২০১৯/মাকসুদ/শাহনেওয়াজ