আইন ও অপরাধ

পল্টনের ডাস্টবিনে গ্রেনেড

নিজস্ব প্রতিবেদক : পল্টনের বক্স কালভার্ট এলাকার একটি ডাস্টবিন থেকে ৫৫ রাউন্ড গুলি ও একটি তাজা আর্জেস গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হক জানান, রোববার রাতে কয়েকজন টোকাই লোহার ডাস্টবিনে গুলি ও গ্রেনেড দেখে টহল পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেনেড দেখে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গ্রেনেডটি নিস্ক্রিয় করে। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। গোয়েন্দা পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ৮ রাউন্ড নাইন এমএম পিস্তলের গুলি, ২৮ রাউন্ড একে ফোর্ট সেভেন রাইফেলের গুলি ও ১৯ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়। গুলির গায়ে মেইড ইন পাকিস্তান লেখা আছে। এদিকে কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তা বলছেন, গুলি ও গ্রেনেড পুরানো হলেও এগুলো মুক্তিযুদ্ধের সময়কার নয়। আর্জেস গ্রেনেডটি একুশে আগস্ট গ্রেনেড হামলায় ব্যবহৃত গ্রেনেডের মতো। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। রাইজিংবিডি/ঢাকা/১৮ ফেব্রুয়ারি ২০১৯/মাকসুদ/ইভা