আইন ও অপরাধ

ভুয়া প্রশ্নপত্র তৈরির অভিযোগে গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক : কম্পিউটার হ্যাকিংয়ের সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তারা এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র তৈরি করে বিক্রি করত বলে পুলিশ জানিয়েছে। বুধবার সকালে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃতরা শিক্ষাবোর্ডের সার্ভার হ্যাক করে ফল পরিবর্তনের নিশ্চয়তা দিত। মঙ্গলবার রাতে মতিঝিল থেকে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দারা। এ সময় ল্যাপটপ, স্মার্টফোন ও এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র জব্দ করা হয়। এ বিষয়ে সংবাদ সম্মেলন বিস্তারিত জানানো হবে বলে পুলিশ জানিয়েছে। রাইজিংবিডি/ঢাকা/২০ ফেব্রুয়ারি ২০১৯/মাকসুদ/ইভা