আইন ও অপরাধ

খালেদা জিয়াকে আদালতে হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্ট

নিজস্ব প্রতিবেদক : কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্ট (হাজতি পরোয়ানা) জারি করেছেন আদালত। একই সঙ্গে মামলার ১১ আসামিকে আগামী ১৩ মার্চ চার্জ শুনানির ধার্য তারিখে আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার পুরান ঢাকার বকশী বাজারে অস্থায়ী বিশেষ জজ আদালত-২ এর বিচারক এএসএম রুহুল ইমরান এ আদেশ দেন। এদিন মামলাটি চার্জশুনানির জন্য ধার্য ছিল। এই মামলায় দীর্ঘ দিন প্রাক্তন মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের পক্ষে মামলার কার্যক্রম হাইকোর্টে স্থগিত ছিল বিধায় বিচারিক আদালতে মামলার চার্জ গঠন করা সম্ভব হয়নি। মামলা বাতিলে আমিনুল হকের করা আবেদনের রুল গতকাল সোমবার খারিজ করে মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেন হাইকোর্ট । শুনানি শেষে আদালত আগামী ১৩ মার্চ মামলাটির চার্জশুনানির তারিখ ধার্য করেন। আর খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেন আদালত। একই সঙ্গে ওই দিন সকল আসামিকে আদালতে হাজিরের নির্দেশ দেন। এই মামলায় অভিযুক্ত আসামিদের সংখ্যা ১৩ জন। কিন্তু জামায়াত নেতা নিজামী ও মুজাহিদের ফাঁসি কার্যকর হওয়ায় বর্তমানে আসামির সংখ্যা ১১ জন। গত ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়া ও তার মন্ত্রিসভার সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা দায়ের করে দুদক। শাহবাগ থানায় মামলাটি করেন দুর্নীতি দমন কমিশনের তৎকালীন সহকারী পরিচালক মো. সামছুল আলম। পরে এ মামলা দায়েরের বৈধতা চ্যালেঞ্জ হাইকোর্টে রিট করেন খালেদা জিয়া। ২০০৮ সালের ১৬ অক্টোবর হাইকোর্ট বেঞ্চ বড়পুকুরিয়া কয়লাখনি মামলার কার্যক্রম স্থগিত করেন। একই বছরের ৫ অক্টোবর আদালতে এ মামলায় চার্জশিট দেওয়া হয়।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ ফেব্রুয়ারি ২০১৯/ মামুন খান/ইভা