আইন ও অপরাধ

নূর-লিটনসহ ৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১৭ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- ডাকসু নির্বাচনের মধ্যে রোকেয়া হলের প্রভোস্ট জিনাত হুদাকে লাঞ্ছিত করা ও ভাঙচুরের অভিযোগে ভিপি পদে বিজয়ী কোটা সংস্কার আন্দোলনকারীদের নেতা নূরুল হক নূরসহ সাতজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ৭ এপ্রিল ধার্য করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের এ তারিখ ধার্য করে দেন। এর আগে সোমবার রাতে ঢাবির নৃত্যকলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মারজুকা রায়না শাহবাগ থানায় নূরসহ সাতজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। এতে অজ্ঞাত পরিচয় ৩০-৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন-ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী, ছাত্রদলের আনিসুর রহমান খন্দকার, ছাত্র ইউনিয়নের উম্মে হাবীবা বেনজীর, রোকেয়া হলের শেখ মৌসুমী, ডাকসুর সমাজসেবা সম্পাদক পদে জয়ী সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আখতার হোসেন এবং শ্রবণা শফিক দীপ্তি। রাইজিংবিডি/ঢাকা/১২ মার্চ ২০১৯/মামুন খান/সাইফ