আইন ও অপরাধ

রুবেল হত্যা মামলায় দুই জন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁওয়ে রাজমিস্ত্রী রুবেল হত্যা মামলায় দুই আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন-আলামিন এবং শামিম। মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার ইন্সপেক্টর (অপারেশন) জাহাঙ্গীর কবীর খান আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে এক দিনের রিমান্ডের আদেশ দেন। মঙ্গলবার রাতে খিলগাঁও এলাকা থেকে তাদের আটক করে র‌্যাব-৩। উল্লেখ্য, গত সোমবার দুপুরে খিলগাঁও ইদারকান্দি এলাকা থেকে রুবেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। রুবেলের ভগ্নিপতি শামসুল হক জানান, রুবেল রাজমিস্ত্রির কাজ করতেন। রোববার রাত সাড়ে ১২টার দিকে সে বাসা থেকে বেরিয়ে যায়। এর কয়েক ঘণ্টা পর বাড়ির অদূরেই বায়তুল জান্নাত জামে মসজিদের পশ্চিম পাশের রাস্তায় তার মরদেহ পাওয়া যায়। রাইজিংবিডি/ঢাকা/১৪ মার্চ ২০১৯/মামুন খান/সাইফ