আইন ও অপরাধ

আবজাল দম্পতির সম্পত্তিতে ক্রোক-আদেশের বিলবোর্ড

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জন করা স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবরক্ষণ কর্মকর্তা আবজাল হোসেন দম্পতির নামে থাকা ২৫টি বাড়ি-প্লট ও জমি জব্দের আদেশ বাস্তবায়নে সম্পত্তিগুলোতে ক্রোক-আদেশের বিলবোর্ড লাগানো শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১১ নম্বর সড়কের পাশে সাড়ে তিন কাঠা প্লটে ছয়তলা বাড়িতে প্রথম বিলবোর্ডটি লাগানো হয়। এ বাড়ির মালিক আবজাল হোসেনের স্ত্রী রুবিনা খানম। আবজাল হোসেন দম্পতির দুর্নীতি অনুসন্ধান কর্মকর্তা ও সংস্থার উপ-পরিচালক মো. তৌফিকুল ইসলাম, উপ-পরিচালক মো. সামছুল আলম এবং উপ-পরিচালক এ কে এম মাহবুবুর রহমানের সমন্বয়ে দুদকের একটি কমিটি ক্রোক-আদেশের বিলবোর্ড স্থাপন করেন। এরপর অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমরা আদালতের নির্দেশে আবজাল ও তার স্ত্রীর নামে থাকা অবৈধ সম্পদের ওপর ক্রোক-আদেশের বিলবোর্ড লাগিয়ে যাচ্ছি। আজ উত্তরায় তাদের দুটি বাড়ি ও দুটি প্লট এবং বাড্ডায় আরেকটি প্লটে এ ধরনের বিলবোর্ড লাগানো হবে।’ পরবর্তীতে তাদের নামে থাকা অন্যান্য সম্পত্তির ওপর পর্যায়ক্রমে বিলবোর্ড স্থাপন করা হবে বলে জানান তিনি। আবজাল হোসেন দম্পতির ২৫টি বাড়ি ও প্লটের খোঁজ পেয়েছে দুদক। এর মধ্যে ঢাকায় ১৫টি বাড়ি ও প্লট রয়েছে তাদের। এসব সম্পত্তির ওপর বিলবোর্ড স্থাপন করতে সম্প্রতি তিন সদস্যের একটি কমিটি করে দুদক। এর আগে গত ২১ জানুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ করা হয়। গত ১২ ফেব্রুয়ারি আবজাল হোসেন, তার স্ত্রী রুবিনা খানম এবং তাদের ১৫ জন নিকটাত্মীয়ের আরো সম্পদের খোঁজে মাঠে নামে সংস্থাটি। সুনির্দিষ্টভাবে এই ১৭ জনের সম্পদের খোঁজ চেয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোয় চিঠি দেয় সংস্থাটি। দুদকের কর্মকর্তারা জানান, আবজাল হোসেনের যেসব সম্পদের তথ্য তাদের হাতে আছে, তার বাইরেও অনেক সম্পদ রয়েছে। আবজাল দম্পতি তাদের নিকটাত্মীয়দের নামে এসব সম্পদ করেছেন। তাই এসব সম্পদের তথ্য চেয়ে বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়া হয়। আবজাল হোসেনের জব্দ করা সম্পদ হলো- >> ঢাকার মিরপুরে আড়াই কাঠা জমির ওপর টিনসেড বাড়ি >> পল্লবীতে ছয় কাঠা জমি >> উত্তরার ১৫/সি নম্বর সেক্টরে তিন কাঠা জমির ২৪ নম্বর প্লট >> উত্তরার ১৫/সি নম্বর সেক্টরে তিন কাঠা জমির ২৬ নম্বর প্লট >> খিলক্ষেতে তিন কাঠা জমি >> বসুন্ধরা আবাসিক এলাকায় চার কাঠার প্লট >> ফরিদপুরের কোতয়ালী পৌরসভা মৌজা এলাকায় সাড়ে ১০ শতাংশ জমিতে দোতলা বাড়ি >> একই এলাকার রঘুনন্দনপুর মৌজায় সাড়ে ১৩ শতাংশ জমি >> জেলার পশ্চিম টেপাখোলা এলাকায় ১১৩ শতাংশ জমি >> রাজবাড়ী জেলার বসন্তপুর ইউনিয়নে ২৩০ শতাংশ জমি >> খুলনা সিটি করপোরেশনের খালিশপুর বয়রা মৌজায় সাড়ে ৫ কাঠা জমি >> একই সিটি করপোরেশনের মুজগুনি আবাসিক এলাকায় সাড়ে তিন কাঠার প্লট আবজাল হোসেনের স্ত্রী রুবিনার নামে থাকা জব্দ সম্পত্তি হলো- >> রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১১ নম্বর সড়কে সাড়ে তিন কাঠার প্লটে ছয়তলা বাড়ি >> উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়কে তিন কাঠার প্লটে ছয়তলা বাড়ি >> ঢাকার মিরপুরে একটি টিনসেড বাড়ি >> পল্লবীতে আড়াই কাঠা জমি >> বসুন্ধরা আবাসিক প্রকল্পকের ৩০৬৭ নম্বর ব্লকে তিন কাঠার একটি প্লট >> বসুন্ধরা আবাসিক প্রকল্পের ৩০৬৬ নম্বর ব্লকে তিন কাঠার একটি প্লট >> ঢাকার কেরাণীগঞ্জের একটি মার্কেটে দোকান >> ঢাকার সাভারে ১৫ শতাংশ জমি >> ফরিদপুরের কোতয়ালী পৌরসভার হাবেলী গোলাপপুরে দোতলা বাড়ি >> একই জেলার চর পশ্চিম টেপাখোলা এলাকায় আট শতাংশ জমি >> একই এলাকায় আরেকটি নয় শতাংশ জমি >> একই এলাকায় সাড়ে পাঁচ শতাংশের আরেকটি জমি দুদকের প্রাথমিক অনুসন্ধানে বলা হয়, এসব সম্পত্তির বাইরে আবজাল হোসেন ও তার স্ত্রী রুবিনা খানমের নামে অস্ট্রেলিয়ার সিডনিতে একটি বাড়ি রয়েছে। হুন্ডির মাধ্যমে পাঠিয়ে দুই লাখ ডলারে বাড়িটি কিনেছেন। এছাড়া, তাদের নামে বিভিন্ন ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ জমা আছে। রাইজিংবিডি/ঢাকা/১৮ মার্চ ২০১৯/এম এ রহমান/রফিক