আইন ও অপরাধ

সুবর্ণচরে ধর্ষণের আসামি রুহুলের জামিন

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর সুবর্ণচরের চরজুবলী ইউনিয়নে এক নারীকে গণধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি মো. রুহুল আমিনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মামুনুন রহমান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ গত সোমবার তাকে এক বছরের অন্তর্বর্তীকালীন জামিন দেন। বৃহস্পতিবার ওই কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট বিশ্বজিত রায় জামিন দেওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। অ্যাডভোকেট বিশ্বজিত রায় বলেন, রুহুল আমিনের জামিন স্থগিত চেয়ে আবেদন করার জন্য অ্যাডভোকেট অন রেকর্ড নিয়োগ করা হয়েছে। আগামী ২৫ মার্চ সোমবার আপিল বিভাগের চেম্বার জজ আদালতে ওই আবেদনের ওপর শুনানি হবে। রুহুল আমিন সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও চর জুবলি ইউনিয়নের প্রাক্তন ইউপি মেম্বার ছিলেন। ঘটনার পর তাকে দল থেকে বহিস্কার করে আওয়ামী লীগ। ধর্ষণের মামলা গত ৪ জানুয়ারি পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। পরে ম্যাজিস্ট্রেট আদালত এবং নোয়াখালীর জেলা ও দায়রা জজ আদালত তার জামিন আবেদন নাকচ করে দেন। গত ৪ মার্চ জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ জামিন আবেদন খারিজ করে দিয়ে আদেশে বলেন, রেকর্ড পর্যালোচনা করে দেখা যায় এটা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা। ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের দিন রাতে এক গৃহবধু গণধর্ষনের শিকার হন। জামিনপ্রার্থী এই আসামি রুহুল আমিনের হুকুমে ও নির্দেশে অপরাপর আসামিরা অভিযোগকৃত গণধর্ষনের ঘটনা ঘটায় মর্মে ভিকটিম নারী ও শিশু নির্যাতন আইনের ২২ ধারার জবানবন্দিতে উল্লেখ করেন। মামলাটি তদন্তাধীন থাকায় জামিন না মঞ্জুর করা হলো। এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। ওই জামিন আবেদনে বলা হয়, জামিন আবেদনকারী পেশায় আইনজীবী মুহুরি। মামলার এজাহারে নাম নেই। পূর্ব শত্রুতার জেরে তাকে আসামি করা হয়। এ মামলায় তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তিনি সম্পূর্ণ নির্দোষ। তাকে জামিন দেওয়া হোক। আদালতে আসামিপক্ষের অ্যাডভোকেট আশেক-ই-রসুল এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট বিশ্বজিত রায় উপস্থিত ছিলেন। শুনানি শেষে আদালত আসামির জামিন মঞ্জুর করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাতে নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের ঘটনায় ধর্ষিতার স্বামী ৩১ ডিসেম্বর চর জব্বার থানায় মামলা দায়ের করেন। রাইজিংবিডি/ঢাকা/২১ মার্চ ২০১৯/মেহেদী/সাইফ