আইন ও অপরাধ

চালক-হেলপারকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপির গাড়িকে ধাক্কা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বলাকা বাসের চালক ও হেলপারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের এক দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. মাসুদ-উর-রহমান রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। আসামিরা হলেনÑ বলাকা বাসের চালক আমানুল্লাহ ও তার সহকারী দুলাল মোল্লা। এদিন আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেন। উভয়পক্ষের আবেদনের ওপর শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। প্রসঙ্গত, শুক্রবার সকালে মহাখালী পুলিশ বক্সের সামনে বলাকা বাস সার্ভিসের একটি বাস (ঢাকা মেট্রো ব-১১-৯৬৮৪) মেননকে বহনকারী গাড়িতে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের ক্ষতি হলেও অল্পের জন্য রক্ষা পান প্রাক্তন মন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। পরে গাড়ি ও গাড়ির চালক-সহকারীকে আটক করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সংঘর্ষের ঘটনায় মেননের গাড়িচালক মো. মজনু মিয়া বাদী হয়ে রাজধানীর বনানী থানায় মামলাটি দায়ের করেন। রাইজিংবিডি/ঢাকা/২৩ মার্চ ২০১৯ /মামুন খান/শাহনেওয়াজ