আইন ও অপরাধ

হিযবুত তাহরীরের মহিউদ্দিনসহ ৪ জন খালাস

নিজস্ব প্রতিবেদক : হিযবুত তাহরীরের প্রধান সমন্বয়ক অধ্যাপক মহিউদ্দিনসহ চারজনকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল। সংগঠনটির দুই জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের দুই বছর করে কারাদ- দেওয়া হয়েছে। রোববার ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। দ-প্রাপ্ত দুই আসামি হলেন সাইদুর রহমান ও  তৌহিদুল আলম। খালাস প্রাপ্তরা হলেন যুগ্ম সমন্বয়ক কাজী মোরশেদুল হক প্লাবন, সদস্য তানভীর আহম্মেদ ও আবু ইউসুফ আলী। পলাতক থাকায় দ-প্রাপ্ত দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। প্রসঙ্গত, ২০১০ সালের ১৮ এপ্রিল উত্তরার ৩ নম্বর সেক্টরে তাকওয়া মসজিদের পশ্চিম পাশে হিযবুত তাহরীর বাংলাদেশের কিছু সদস্য জড়ো হন। তারা সরকারবিরোধী ষড়যন্ত্র এবং সরকারি গুরুত্বপূর্ণ স্থানে হামলা করে জনজীবনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করেন। উত্তরা থানা-পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে সরকারবিরোধী লিফলেট ও পেট্রল বোমা উদ্ধার করে। ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে উত্তরা থানা-পুলিশ। ২০১৩ সালের ৯ ফেব্রুয়ারি পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তদন্ত শেষে হিযবুত তাহরীরের প্রধান সমন্বয়ক মহিউদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর এ মামলায় চার্জগঠন করা হয়। মামলার বিচারকাজ চলাকালে আদালত ১৬ জন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্যগ্রহণ করেন। রাইজিংবিডি/ঢাকা/২৪ জানুয়ারি ২০১৮/মামুন খান/শাহনেওয়াজ