আইন ও অপরাধ

আব্বাস দম্পতিকে বিদেশ যেতে বাধা নয়: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসকে বিদেশ যেতে ও বিদেশ থেকে ফেরত আসার সময় বাধা না দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে মির্জা আব্বাস দম্পতির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন অ্যাডভোগেট সগীর হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম। এর আগে গত ৪ এপ্রিল মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস বিদেশ যেতে ও বিদেশ থেকে ফেরত আসার সময় বাধা না দেওয়ার নির্দেশ চেয়ে হাইকোর্টে আবেদন করেন। স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট মন্ত্রণালয়ের ইমিগ্রেশন বিভাগ ও বিমানবন্দর থানার ওসিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। অ্যাডভোকেট সগীর হোসেন লিওন বলেন, আগামী ১০ এপ্রিল মির্জা আব্বাস দম্পত্তি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাবেন। এর আগে বিদেশ যাওয়ার সময় তাদেরকে বাধা দেওয়া হয়েছিল। এবারও বাধা দেওয়া হতে পারে এই আশঙ্কা থেকে মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস হাইকোর্টে আবেদন করেছিলেন। আবদেনের শুনানি নিয়ে আদালত উপরোক্ত আদেশ দেন। রাইজিংবিডি/ঢাকা/৮ এপ্রিল ২০১৯/মেহেদী/সাইফ