আইন ও অপরাধ

বিআরটিএ’র ভুয়া কাগজ করে ওরা

জ্যেষ্ঠ প্রতিবেদক: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ)  ভুয়া কাগজপত্র , চোরাই গাড়ির চেসিস ও ইঞ্জিন নম্বর তৈরি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার বিকেলে র‌্যাব-১০ এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলো  বকুল চন্দ্র বর্মণ ও মো. ইব্রাহিম। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই দু’প্রতারককে গ্রেপ্তার করা হয়। র‌্যাব কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকতৃরা দীর্ঘদিন যাবত ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় বিআরটিএ এর ভুয়া রেজিষ্ট্রেশন সনদপত্র, ভুয়া চেসিস ও ইঞ্জিন নম্বরের কাগজ করে প্রতারণা করে আসছে। তাদের কাছ থেকে অবৈধ গাড়ির ইঞ্জিন ও চেসিস নম্বর তৈরির লোহার পাঞ্চ সিল ১০৪টি,  রোড পারমিট  ২৫টি,  রেজিষ্ট্রেশন সনদপত্র ৯টি, ফিটনেট সনদপত্র (ব্লাক) ৮টি এবং নর্দান জেনারেল ইন্সুরেন্সের সনদ উদ্ধার করা হয়।

   

রাইজিংবিডি/ঢাকা/১৬ এপ্রিল ২০১৯/মাকসুদ/শাহেদ