আইন ও অপরাধ

ধর্ষণ : শেকৃবির শিক্ষার্থী রিমান্ড শেষে কারাগারে

নিজস্ব প্রতিবেদক : মার্কস মেডিক্যাল কলেজের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে বাধন মাতব্বর (২৩) নামের শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এক শিক্ষার্থীকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার একদিনের রিমান্ড শেষে এ আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শেরে বাংলা নগর থানার এসআই সাহেরা খানম। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মাসুদ উর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।  গত ১৮ এপ্রিল বাধনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল সকাল ১০টার দিকে শেরে বাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট হতে ভিকটিমকে ফুসলিয়ে অনুরাগ হোটেলের আশেপাশে অজ্ঞাত স্থানে নিয়ে যায় বাধন।  পরে ভিকটিমের কাছে ৫০ হাজার টাকা দাবি করে।  ভিকটিম টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে আসামি ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে এবং মানসিকভাবে নির্যাতন করে। নির্যাতন করে ওই দিন বিকেল ৫টার মধ্যে টাকা না দিলে তার আপত্তিকর ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিবে বলে হুমকি দেয়।  ওই ঘটনায় ভুক্তভোগী মেয়ে বাদী হয়ে শেরে বাংলা নগর থানায় একটি মামলা করেন। মামলা দায়েরের পর ১৭ এপ্রিল রাতে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে থেকে বাধনকে গ্রেপ্তার করে পুলিশ। বাধন মাতব্বর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রি বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট অনুষদের চতুর্থ বর্ষের ছাত্র। রাইজিংবিডি/ঢাকা/২০ এপ্রিল ২০১৯/মামুন খান/সাইফুল