আইন ও অপরাধ

শাহিন হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের শ্রীনগর থানাধীন আলামিন বাজারে পূর্ব শত্রুতার জেরে শাহিনকে হত্যার দায়ের ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৬ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মো. মনির কামাল এ রায় ঘোষণা দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন-সোহেল চৌকিদার, এমারত চৌকিদার, আওলাদ চৌকিদার, মো. বাঁধন, রনি কাজী, রাজা খা এবং মাসুদ তালুকদার। কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে, অনাদায়ে তাদের আরো দুই মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রাজা খা বাদে অপর আসামিরা পলাতক রয়েছেন। পলাতকদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। খালাস পাওয়া আসামিরা হলেন-রনি সিকদার ওরফে কানা রনি, জসীম ওরফে চৌরা জসিম, মুক্তার হাওলাদার, আমজাদ হোসেন, জহুরুল কাজী, শাহীন চৌকিদার, সাব্বির শেখ, শাকিল শেখ, রাসেল হাওলাদার, মিঠু হাওলাদার (মিঠু), জুয়েল মোল্লা, সেতু মোল্লা, রুবেল মৃধা, ভুট্টু চৌকিদার, বাবু খা ও রিমন খাঁ। খালাসপ্রাপ্তদের মধ্যে প্রথম ৮ জন পলাতক। বাকি ৮ জন আদালতে হাজির ছিলেন। খালাস পাওয়া হাজতী আসামিদের অন্য কোনো মামলায় প্রয়োজন না হলে তাদের মুক্তির আদেশ দেন আদালত। আর খালাসপ্রাপ্ত পলাতকদের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা রিকল করার আদেশ দেওয়া হয়েছে। 

   

রাইজিংবিডি/ঢাকা/২৩ এপ্রিল ২০১৯/মামুন খান/সাইফ