আইন ও অপরাধ

রাজধানীতে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও, বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় র‌্যাব একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে  ঘিরে ফেলার পর সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জঙ্গিদের অবস্থানের খবর পাওয়ার পর রোববার দিবাগত রাত সাড়ে তিনটা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়। বাড়িটির ভেতর থেকে গুলি ও দুটি বিস্ফোরণের শব্দ পাওয়ার পর ওই বাড়ির আশপাশের লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। সোমবার সকালে ঘটনাস্থলে গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানান র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের প্রধান মুফতি মাহমুদ খান। বাড়িটিতে একাধিক জঙ্গি থাকার আশঙ্কা করা হচ্ছে। র‌্যাব তাদের জীবিত ধরার চেষ্টা করছে। তিনি বলেন, রাত ৩টা থেকে পৌনে ৫টা পর্যন্ত অপেক্ষা করা হয়। ওখানে একাধিক জঙ্গি থাকার আশঙ্কা করা হচ্ছে। ভোর ৫টার দিকে বড় বিস্ফোরণ হয়েছে। এরপর আর কোনো সাড়া শব্দ মেলেনি। র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী জানিয়েছেন, তাদের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট সেখানে পৌঁছালে তারা অভিযান শুরু করবেন। রাইজিংবিডি/ঢাকা/২৯ এপ্রিল ২০১৯/নূর/এনএ