আইন ও অপরাধ

বসিলায় অভিযানে র‌্যাব, ভেতরে ছড়িয়ে আছে আইইডি

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় সন্দেহভাজন জঙ্গি আস্তানায় অভিযান শুরু করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার সকাল ৯টার দিকে র‌্যাব জঙ্গি আস্তানায় কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে ভেতরে প্রবেশ করে। সোমবার র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, সকাল ৯টার দিকে আমরা ভেতরে প্রবেশ করেছি। এর আগে সকালে জঙ্গিরা ভেতরে একটি বিস্ফোরণ ঘটায়। আমরা ধারণা করছি বিস্ফোরণে জঙ্গিরা আত্মঘাতি হয়েছে। মাহমুদ খান বলেন, ভেতরে প্রচুর পরিমাণে বিস্ফোরক দ্রব্য (আইইডি) থাকায় অভিযান সমস্যা হচ্ছে। তিনি বলেন, 'বিস্ফোরক দ্রব্যগুলো নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। এগুলো যেন বিস্ফোরণ না ঘটে সে দিকেও তারা খেয়াল রাখছেন। এর আগে রোববার রাতে বসিলার মেট্রো হাউজিংয়ে একটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে ঘেরাও করে রাখে র‌্যাব।  ভোর ৫টার দিকে বাড়িটির ভেতরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। রাইজিংবিডি/ঢাকা/২৯ এপ্রিল ২০১৯/নূর/এনএ