আইন ও অপরাধ

কারওয়ান বাজারে ফরমালিনযুক্ত মাছ বিক্রিতে ১২ ব্যবসায়ীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কারওয়ান বাজারে জাটকা, আফ্রিকান মাগুর ও ফরমালিনযুক্ত মাছ বিক্রির দায়ে ১২ জন ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, জাটকা, আফ্রিকান মাগুর ও ফরমালিনযুক্ত মাছ বিক্রির দায়ে ১২ জন ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে। ব্যবসায়ীরা কালোবাজারি করলে বা পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা নেয়া হবে। রমজান মাসজুড়ে ধারাবাহিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। মাছের আড়তে অভিযানের পাশাপাশি কারওয়ান বাজার কাঁচাবাজারেও অভিযান চালান সারোয়ার আলম। তিনি বলেন,  বাজারে এখন যেসব ফল ও খেজুর আছে সেগুলো নিরাপদ আছে।

       

রাইজিংবিডি/ঢাকা/৩ মে ২০১৯/নূর/শাহেদ