আইন ও অপরাধ

মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ, ফার্মেসির মালিককে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে রাজধানীর ভাটারা থানাধীন নতুন বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। বুধবার বিকেল সাড়ে ৩টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ‘মেডিল্যাব মেডিকেল সার্ভিসেস’ নামের একটি ফার্মেসিতে প্রচুর পরিমাণে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন জানান, ভোক্তা অধিকার আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত ফার্মেসির মালিক মুজিবুর রহমানকে ৬ মাসের কারাদণ্ড দেন। তাছাড়া জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে ফার্মেসিটি সিলগালা করে দেয়া হয়। তিনি বলেন, ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৮ মে ২০১৯/সাওন/বকুল