আইন ও অপরাধ

লেখক ইমতিয়াজ মাহমুদের জামিন

নিজস্ব প্রতিবেদক : তথ্যপ্রযুক্তি আইনে করা একটি মামলায় লেখক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ইমতিয়াজ মাহমুদ জামিন পেয়েছেন। বৃহস্পতিবার বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক আস্ সামস জগলুল হোসেন শুনানি শেষে জামিন ৫০০ টাকা মুচলেকায় জামিনের আদেশ দেন। ইমতিয়াজ মাহমুদের পক্ষে ঢাকা বারের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান (রচি), সাখাওয়াত হোসেন (তাসলিম) প্রমুখ আইনজীবী শুনানি করেন। সংশ্লিষ্ট আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী নজরুল ইসলাম (শামীম) জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন মঞ্জুরের আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতে পেশকার শামীম আল মামুন এ তথ্য জানিয়েছেন। এর আগে বুধবার সকালে রাজধানীর বনানীর নিজ বাসা থেকে বনানী থানা পুলিশ ইমতিয়াজ মাহমুদকে গ্রেপ্তার করে। এরপর তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আসামিপক্ষের আইনজীবীর জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ইমতিয়াজ মাহমুদের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় সফিকুল ইসলাম নামের এক ব্যক্তি ২০১৭ সালের ২১ জুলাই তথ্য প্রযুক্তি আইনে মামলাটি দায়ের করেন। রাইজিংবিডি/ঢাকা/১৬ মে ২০১৯/ মামুন খান/সাইফ