আইন ও অপরাধ

বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার

জ্যেষ্ঠ প্রতিবেদক: রাজধানীর ভাষানটেক থেকে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ সময় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার বিকেলে ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান মাসুদুর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘শনিবার বিকেলে ভাষানটেক থানার লালাসরাই বস্তির হাজী সোবহান রোড এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি (পশ্চিম) বিভাগের একটি দল। ঈদকে সামনে রেখে তারা জাল টাকা তৈরি করছিল।’ গোয়েন্দা পুলিশ জানায়, নুরুল হক সরদার, মো. রুবেল ও মো. জহিরুল ইসলাম ওরফে খোকন ওরফে বিশুকে গ্রেপ্তার করে রোববার দুপুরে আদালতে হাজির করা হয়। তাদের কাছ থেকে ৪৮ লাখ ৫০ হাজার টাকার নোট এবং জাল নোট তৈরির কাজে ব্যবহৃত ১টি ল্যাপটপ, ১টি প্রিন্টার, ২টি চার্জার, ১টি স্টিলের স্কেল, ১টি পেপার কাটার ও অন্য মালামাল জব্দ করা হয়। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। রাইজিংবিডি/ঢাকা/১৯ মে ২০১৯/মাকসুদ/শাহনেওয়াজ