আইন ও অপরাধ

গুলশানের পানসীতে পচা-বাসি খাবার

জ্যেষ্ঠ প্রতিবেদক : গুলশানের পানসী হোটেলে ভেজাল ও পচা-বাসি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা হয়েছে। এ অভিযোগে পানসীসহ তিনটি হোটেলকে জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভ্রাম্যমাণ আদালত। রোববার সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পচা-বাসি খাবার রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে পানসী হোটেলকে ৩০ হাজার ও হযরত শাহ চন্দ্রপুরী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৩০ হাজার জরিমানা করা হয়। এছাড়া অননুমোদিতভাবে দই প্রস্তুত করার জন্য গুলশানের ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার এবং তামাক জাতীয় বিজ্ঞাপন রাখার জন্য আড়ং সুপার শপকে ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত। রাইজিংবিডি/ঢাকা/২৬ মে ২০১৯/মাকসুদ/সাইফ