আইন ও অপরাধ

ঢাকায় ৪ রেস্টুরেন্টকে জরিমানা

জ্যেষ্ঠ প্রতিবেদক : ভেজাল, পঁচা-বাসি খাবার রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুত করার অভিযোগে ৪ রেস্টেুরেন্টকে জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরের পর ভ্রাম্যমাণ আদালত খিলগাঁও এর ট্রেডিশন বিডি রেস্টুরেন্টকে ১ লাখ,  বৈশাখী রেস্টুরেন্টকে ৩০ হাজার, আল রহমানিয়া বিরিয়ানি অ্যান্ড কাবাব ঘরকে ৩০ হাজার এবং মুক্তা বিরিয়ানি ঘরকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘রেস্টেুরেন্টগুলো অনেকদিন ধরে পঁচা-বাসি খাবার রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুত করে আসছিল। জরিমানার পাশপাশি সতর্কও করা হয়েছে। এ ধরনের অভিযান আগামীতে অব্যাহত থাকবে।’ রাইজিংবিডি/ঢাকা/২৭ মে ২০১৯/মাকসুদ/সাইফ