আইন ও অপরাধ

নিয়োগে অনিয়মের অভিযোগ, মামলা করলো বিএসএমএমইউ

জ্যেষ্ঠ প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসক নিয়োগকে কেন্দ্র করে চলমান আন্দোলনের ঘটনায়  মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার দিবাগত রাতে বিএসএমএমইউ’র প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ বাদী হয়ে মামলাটি করেন। বুধবার দুপুরে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসান রাইজিংবিডিকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের নামে অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টিসহ নানা অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪০ জনকে আসামি করা হয়েছে।’ এর আগে মঙ্গলবার বিএসএমএমইউ’র চিকিৎসক নিয়োগে শুরু হওয়া মৌখিক পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ করেন চাকরিপ্রার্থীরা। ফলে বন্ধ হয়ে যায় নিয়োগ প্রক্রিয়া। রাইজিংবিডি/ঢাকা/১২ জুন ২০১৯/মাকসুদ/ইভা