আইন ও অপরাধ

সুপ্রিম কোর্টের রেস্টুরেন্টে পঁচা মুরগি

নিজস্ব প্রতিবেদক : ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে যখন দেশের উচ্চ আদালত একের পর এক আদেশ দিয়ে যাচ্ছেন, এমনকি উচ্চ আদালত ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য প্রধানমন্ত্রীকে আহবান জানিয়েছেন। অথচ এবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের অলিম্পিয়া রেস্টেুরেন্টে অনেকগুলো পঁচা মুরগি পাওয়া গেছে। দুর্গন্ধযুক্ত পঁচা মুরগি পাওয়ার ঘটনায় আইনজীবীরা ক্ষোভ প্রকাশ করেছেন। বিক্ষুব্ধ আইনজীবীরা অলিম্পিয়া রেস্টুরেন্ট বন্ধের পাশাপাশি দায়ীদের উপযুক্ত শাস্তি দাবি করেছেন। বুধবার বিকেলে একদল আইনজীবী রেস্টুরেন্টে ফ্রিজে আস্ত পঁচা মুরগির সন্ধান পান। এ খবর ছড়িয়ে পড়লে শত শত আইনজীবী রেস্টুরেন্টে চত্বরে এসে ক্ষোভ প্রকাশ করেন।

 

আইনজীবী ফরহাদ আহমেদ ভুইয়া ও হুমায়ন কবির পল্লব বলেন, ‘আজ দুপুরে একজন বিজ্ঞ আইনজীবী রেস্টেুরেন্টে খেতে বসে খাবারে তেলাপোকা দেখতে পান। বিষয়টি আমরা সবাই আইনজীবী সমিতির নেতাদের জানাই। সমিতির নেতা কাজী শাসমুল হাসান শুভ, শামীম সরদার, চঞ্চল কুমার সাহাসহ আমরা অলিম্পিয়া রেস্টুরেন্টে সার্চ করতে যাই। নোংরা কিচেন রুম দেখার পর আমরা ফ্রিজ সার্চ করে পঁচা দুর্গন্ধযুক্ত আস্ত মুরগির সন্ধান পেয়েছি।’ ঘটনাস্থলে উপস্থিত অনেক আইনজীবী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন ও সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের কাছে অলিম্পিয়া রেস্টুরেন্ট বন্ধ করার দাবি জানান। পাশাপাশি দায়ীদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের দাবি জানান। পরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে ২ লাখ টাকা জরিমানা ও সাময়িকভাবে বন্ধ করে দেন। রাইজিংবিডি/ঢাকা/১৯ জুন ২০১৯/মেহেদী/সাইফ