আইন ও অপরাধ

ঢাকায় নকল ওষুধ, ১৬ দোকানকে জরিমানা

জ্যেষ্ঠ প্রতিবেদক : ঢাকায় গ্রীনরোডের বিভিন্ন ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ বিক্রির দায়ে অভিযান পরিচালনা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ বিক্রির দায়ে ১৬টি ওষুধের দোকানকে ২৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত এ সময় একটি দোকান সিলগালা করে দেয়। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম রাইজিংবিডিকে বলেন, বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গোপন সংবাদে এ অভিযান পরিচালনা করা হয়। দোকানগুলোতে অনেক দিন ধরে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি হচ্ছিল। এ সময় বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয়। রাইজিংবিডি/ঢাকা/২০ জুন ২০১৯/মাকসুদ/সাইফ