আইন ও অপরাধ

তিন মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধানমন্ডি থেকে ২৩০০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় তিন মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, ওমর ফারুক ওরফে ফারুক, মো. খোকন এবং মো. আনোয়ার হোসেন।

কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছর করে কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে রায়ে মামলার অপর আসামি মো. জামাল ওরফে রনির দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড আনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশও দিয়েছেন আদালত।

রায় ঘোষণার সময় আসামি রনি, খোকন ও আনোয়ার আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। অপর আসামি ফারুক পলাতক।

মামলার অভিযোগে বলা হয়, ২০০৫ সালের ৯ ফেব্রুয়ারি ধানমন্ডি থানাধীন নীলক্ষেত বাবুপুরাস্থ হাজী বাবলার ৮/এ বাড়ির উত্তর পাশের বৃহত্তর যশোর সমিতির নির্মাণাধীন বিল্ডিং থেকে ১৬টি চটের বস্তার মধ্যে ২৩০০ বোতল ফেনসিডিলসহ আসামি মো. জামাল ওরফে রনি গ্রেপ্তার হয়।

   

রাইজিংবিডি/ঢাকা/২৪ জুন ২০১৯/মামুন খান/বকুল