আইন ও অপরাধ

আগারগাঁওয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার আগারগাঁও সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

এ সময় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়, যা ফুটপাত ও সড়ক দখল করে গড়ে তোলা হয়েছিল।

বুধবার সকালে আগারগাঁও শিশু মেলার সামনে থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। দিনব্যাপী অভিযানটি পরিচালনা করেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) অঞ্চল-৫ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান।

অভিযানের বিষয়ে তিনি বলেন, ‘আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে থাকি। এরই ধারাবাহিকতায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। আগারগাঁও এলাকায় দুই শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।’

অভিযানে আগারগাঁও শিশুমেলার উত্তর পাশে অবৈধভাবে গজিয়ে ওঠা জুতা বিক্রির দোকান, খাবার হোটেল, ফার্মেসি উচ্ছেদ করা হয়েছে। এছাড়া পাসপোর্ট অফিসের বিপরীতে ফুলের দোকান, চায়ের দোকানসহ বেশকিছু টং দোকান উচ্ছেদ করা হয়।

   

রাইজিংবিডি/ঢাকা/২৬ জুন ২০১৯/হাসান/সাইফ