আইন ও অপরাধ

আজিজ কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : অর্থ আত্মসাতের মামলায় আজিজ কো-অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ব্যাংকের চেয়ারম্যান মো. তাজুল ইসলামের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মিল্লাত হোসেন রিমান্ডের আদেশ দেন।

তাজুল ইসলামকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অপরদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি থেকে মো. তাজুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শারমিন জাহান বলেন, প্রাণনাশের হুমকি দিয়ে ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বংশাল থানায় আজিজ কো-অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ব্যাংকের চেয়ারম্যান মো. তাজুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। প্রাথমিকভাবে অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়ায় ধানমন্ডি থেকে আজ তাজুল ইসলামকে গ্রেপ্তার করে সিআইডির একটি দল। রাইজিংবিডি/ঢাকা/১১ জুলাই ২০১৯/মামুন খান/রফিক