আইন ও অপরাধ

দুটি কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে খুন হয় শুভ

জ্যেষ্ঠ প্রতিবেদক: টঙ্গীতে নবম শ্রেণীর ছাত্র শুভ আহমেদ (১৪) হত্যা মামলায় কিশোর গ্যাংয়ের  চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এর মধ্যে প্রধান আসামি মৃদুল হাসান পাপ্পু ওরফে পাপ্পু খানও (১৭) রয়েছে।

শুক্রবার দুপুরে র‌্যাব-১ থেকে জানানো হয়, বৃহস্পতিবার টঙ্গীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পাপ্পু ছাড়া বাকি আসামিরা হলো সাব্বির আহম্মেদ (১৬), রাব্বু হোসেন (১৮) ও নূর মোহাম্মদ রনি (১৬)।

র‌্যাব কর্মকর্তারা জানান, স্থানীয় দুটি কিশোর গ্যাংয়ের মধ্যে দ্বন্দ্বে শুভ খুন হয়। তবে তদন্তের স্বার্থেই আপাতত গ্যাং দুটির নাম বলা যাচ্ছে না। কেননা এ ঘটনায় আরও কয়েকজন আসামি গ্রেপ্তারের বাইরে রয়েছে।

উল্লেখ্য, ৭ জুলাই বিসিক এলাকায় আধিপত্য বিস্তারে খুনিরা ফিউচার ম্যাপ স্কুলের ছাত্র শুভ আহমেদকে বুকে, পিঠে ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতে খুন করে পালিয়ে যায় । পরে নিহতের বাবা রাজু আহম্মেদ বাদি হয়ে একটি হত্যা মামলা করেন।

 

রাইজিংবিডি/ঢাকা/১২ জুলাই ২০১৯/মাকসুদ/ সাজেদ