আইন ও অপরাধ

সেতুর টোলের টাকা পকেটে

নিজস্ব প্রতিবেদক: যানবাহনের শ্রেণি পরিবর্তন করে সেতুর টোলের টাকা অবৈধভাবে আত্মসাত করার প্রমাণ মিলেছে।

খুলনার রূপসা নদীর ওপর খানজাহান আলী সেতুতে এমন আত্মসাতের অভিযোগের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাদের অভিযানে। মঙ্গলবার দুদকের খুলনার উপপরিচালক নাজমুল হাসানের নেতৃত্বে একটি টিম অভিযানে অংশ নেয়।

দুদক জানায়, রূপসা নদীর উপর খানজাহান আলী সেতুটির টোল প্লাজায় সরকার নির্ধারিত হারে টোল আদায় না করে সরকারের রাজস্বের ক্ষতি করা হচ্ছে। এমন অভিযোগে অভিযানে দুদক টিম জানতে পারে, টোল গ্রহণে শ্রেণী অনুযায়ী হার নির্ধারণ করা থাকলেও উক্ত সেতুর ইজারার জন্য দায়িত্বপ্রাপ্ত  প্রতিষ্ঠান ‘ইউডিসি জিআইইটিসি জেভি’এর নিয়োগ করা আদায়কারীগণ যানবাহনের শ্রেণি পরিবর্তন করে অর্থ আত্মসাত করছেন।  আদায়কারীরা বড় ট্রাককে মাঝারি ট্রাক বা ছোট ট্রাক দেখিয়ে, বড় বাসকে মিনিবাস বা মাইক্রোবাস দেখিয়ে সরকারের রাজস্ব খাতে কম অর্থ জমা দিচ্ছে এবং অবশিষ্ট অর্থ আত্মসাৎ করছে। এ বিষয়ে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য টিম কমিশনে প্রতিবেদন পেশ করবে। রাইজিংবিডি/ঢাকা/১৬ জুলাই ২০১৯/এম এ রহমান/ সাজেদ