আইন ও অপরাধ

৫০ লাখ টাকা ক্ষতিপূরণের রায় বহাল

নিজস্ব প্রতিবেদক : দুই বাসের চাপায় হাত হারানোর পর মারা যাওয়া তিতুমীর কলেজের ছাত্র রাজীবের দুই ভাইকে ২৫ লাখ করে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার রায় স্থগিত করেননি চেম্বার আদালত। বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন আদালত। আগামী ১৩ অক্টোবর আপিল বিভাগে শুনানি হবে।

বুধবার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে স্বজন পরিবহনের করা আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামান ননী এ আদেশ দেন।

এ আদেশের ফলে রাজীবের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণের রায় আপাতত বহাল রয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে স্বজন পরিবহনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাবুল। রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার আশরাফ রহমান।

গত ২৩ জুন রাজীবের দুই ভাইকে ২৫ লাখ করে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বিআরটিসি ও স্বজন পরিবহন কর্তৃপক্ষকে দুই মাসের মধ্যে রাজীবের দুই ভাইকে ২৫ লাখ টাকা করে দিতে বলা হয়। পরে এ আদেশ স্থগিত চেয়ে আবেদন করে স্বজন পরিবহন কর্তৃপক্ষ।

 

রাইজিংবিডি/ঢাকা/১৭ জুলাই ২০১৯/মেহেদী/রফিক