আইন ও অপরাধ

মিন্নির নিরাপত্তা নিশ্চিত করার দাবি

জ্যেষ্ঠ প্রতিবেদক : বরগুনায় রিফাত শরীফ হত্যার ঘটনায় গ্রেপ্তার তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

শুক্রবার এক বিবৃতিতে মহিলা পরিষদ বলেছে, মিন্নির বিচার হলে তা প্রভাবমুক্ত হতে হবে। অপরাধীর বিচার হোক- এটি আমরা চাই। তবে বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, ০০৭ বন্ড বাহিনী গড়ে ওঠা, বড় ধরনের খুন, মাদক ব্যবসায় তরুণদের সম্পৃক্ততা ফুটে উঠেছে। আবার দ্রুততার সঙ্গে মিন্নিকে রিমান্ডে নেওয়া হলো। মিন্নির জড়িত থাকার সত্যতা পাওয়া গেছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

তবে ভুলে গেলে চলবে না, আমাদের বিচার প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগে। দেশের আইনজ্ঞ যারা আইনের ব্যাখ্যা করেন, তাদের মধ্যে জেন্ডার সংবেদনশীলতা কতটুকু আছে তা জানা দরকার।

বিবৃতিতে বলা হয়, রিফাত হত্যাকান্ডের নিরপেক্ষ, আইনানুগ, স্বচ্ছ তদন্ত হোক। পাশপাশি মিন্নির ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অনেক অপরাধ, শত খুনের আসামির পাশেও আইনজ্ঞরা দাঁড়ান। মিন্নিও আইনের সাহায্য পাওয়ার অধিকার রাখে। রাইজিংবিডি/ঢাকা/১৯ জুলাই ২০১৯/মাকসুদ/শাহনেওয়াজ