আইন ও অপরাধ

বিমানের দুই ট্রাফিক হেলপার কারাগারে

নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় চার কেজি সোনাসহ গ্রেপ্তার হওয়া বাংলাদেশ এয়ারলাইন্সের দুই ট্রাফিক হেলপারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার পাঁচ দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার পুলিশ পরিদর্শক স ম কাইয়ুম। এর পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম শাহিনূর রহমান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৪ জুলাই এ দুই আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ১৩ জুলাই দুপুরে ওই বিমানকর্মীদের ৩৮টি সোনার বারসহ হ্যাঙ্গার গেটের বাইরে থেকে গ্রেপ্তার করা হয়। এসব সোনার বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। কর ফাঁকি দিয়ে চোরাই পথে স্বর্ণ পাচারের অভিযোগে বিমানবন্দর থানায় পুলিশ বাদী হয়ে এ মামলা করে। রাইজিংবিডি/ঢাকা/২০ জুলাই ২০১৯/মামুন খান/রফিক