আইন ও অপরাধ

‘অ্যালায়েন্সের সম্পর্ক ছিন্ন করার প্রক্রিয়া অবৈধ’

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশি পোশাক কারখানাগুলোর সঙ্গে উত্তর আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্স যে প্রক্রিয়ায় সম্পর্ক ছিন্ন করে তা অবৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, রানা প্লাজা ধসের পর বাংলাদেশের গার্মেন্টস শিল্পের নিরাপত্তার জন্য ইউরোপিয়ান ক্রেতাদের একটি সংগঠন হয়, যার নাম অ্যাকর্ড। আর উত্তর আমেরিকান ক্রেতারা অ্যালায়েন্স নামে একটি সংগঠন করে। তাদের কাজ ছিল বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরিগুলো নিরাপদ আছে কি না তা দেখা। এক্ষেত্রে তারা সরকারের অনুমতি ছাড়া বিজিএমইএর সঙ্গে কোলাবোরেট ছাড়াই আমাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করে দিত। তারা এটি স্বৈরাচারিভাবে করত। এভাবে কাজ করায় একটি গার্মেন্টস ফ্যাক্টরি ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে ২০১৭ সালে একটি মামলা হয়। ওই মামলার শুনানি শেষে আজ কোর্ট দুটো রায় দিয়েছেন। তার মধ্যে একটি হলো বাংলাদেশি নাগরিকদের দ্বারা তৈরি কোনো কোম্পানি একজন নাগরিকের মতো সংবিধানের মৌলিক অধিকার প্রয়োগ করতে পারবে। এছাড়া, আদালত বলেছেন, কোনো কারণ ছাড়া, সরকারি অ্যাপ্রুভাল ছাড়া বাংলাদেশের কোনো ফ্যাক্টরিকে বন্ধ করে দেয়া অবৈধ।

হাইকোর্টের এ রায়ের ফলে কোনো পোশাক কারখানার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করতে হলে সরকার অথবা বিজিএমইএর সঙ্গে বসতে হবে অ্যালায়েন্সকে।

 

রাইজিংবিডি/ঢাকা/২২ জুলাই ২০১৯/মেহেদী/রফিক