আইন ও অপরাধ

‘কারখানা অটোমেশনে অনেক শ্রমিক ছাটাই হবে’

নিজস্ব প্রতিবেদক : ভবিষ্যতে কারখানা অটোমেশনের কারণে অনেক শ্রমিক ছাটাই হতে পারে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম।

মঙ্গলবার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন সভাকক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। অধিদপ্তরের বর্তমান ও ভবিষ্যত কর্মসূচি অভিহিত করণ বিষয়ে এ সভার আয়োজন করা হয়।

সচিব বলেন, ‘শ্রমিক-মালিক ও সরকারের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা আরো সম্প্রসারণ করতে হবে। কেউ কাউকে প্রতিপক্ষ ভাবার সুযোগ নেই। প্রতেকেই একে অপরের পরিপূরক হিসেবে কাজ করতে হবে। ভবিষ্যতে অটোমেশনের কারণে অনেক ছাটাই হতে পারে। এক্ষেত্রে মেধা ও যোগ্যতা দিয়ে শ্রমিকদের টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।’

তিনি বলেন, ‘সরকার ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্র গঠনের দিকে জোর দিচ্ছে। আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এক্ষেত্রে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

সভায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সার্বিক কার্যক্রম, সাফল্য ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরা হয়।

একই অধিদপ্তরের মহাপরিদর্শক শিবনাথ রায়ের সভাপতিত্বে আরো উপস্থিত রয়েছেন উপ-মহাপরিদর্শক মেহেদী হাসান, যুগ্ম মহাপরিদর্শক জয়নাল আবেদীন প্রমুখ। রাইজিংবিডি/ঢাকা/৩০ জুলাই ২০১৯/ইয়ামিন/ইভা