আইন ও অপরাধ

সাবেক জেলা জজ রেজাউলকে সম্পদের নোটিশ

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক অনুসন্ধানে অবৈধ সম্পদের তথ্য পাওয়ায় ঢাকার সাবেক জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম খানকে সম্পদ বিবরণী দাখিল করতে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার কমিশনের পরিচালক কাজী শফিকুল আলমের সই করা নোটিশে আগামী ২১ কার্যদিবসের মধ্যে তাকে সম্পদ বিবরণী দাখিল করতে বলা হয়।

নোটিশে বলা হয়, ‘প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে কমিশনের স্থির বিশ্বাস জন্মেছে যে, আপনি জনাব মো. রেজাউল করিম খান, সাবেক জেলা ও দায়রা জজ, ঢাকা, আপনার জ্ঞাত আয়ের বহির্ভূত স্বনামে/বেনামে বিপুল পরিমাণ সম্পদ/সম্পত্তির মালিক হয়েছেন।’

এই নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে সাবেক এই জেলা ও দায়রা জজকে তার নিজের, নির্ভরশীল ব্যক্তিবর্গের যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ নির্ধারিত ফরমে দুদক কর্মকর্তা কাজী শফিকুলের বরাবর দাখিল করতে বলা হয়।

দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম অভিযোগটি অনুসন্ধান করছেন। এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রেজাউল করিম খানকে জিজ্ঞাসাবাদ করেন অনুসন্ধান কর্মকর্তা। রাইজিংবিডি/ঢাকা/৮ আগস্ট ২০১৯/এম এ রহমান/শাহনেওয়াজ