আইন ও অপরাধ

হাটেই গরুকে ইনজেকশন, পাইকারকে কারাদণ্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক : রাজধানীতে গাবতলীর পশুর হাটে স্টেরয়েড ইনজেকশন দিয়ে গরুকে মোটাতাজা করার দায়ে এক পাইকারকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার রাতে র‌্যাব সদর দপ্তর থেকে জানানো হয়, আজ দুপুরের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমের নেতৃত্বে পশুর হাটে অভিযান চালানো হয়। এ সময়  গাবতলী পশুর হাটে স্টেরয়েড ইনজেকশন দিয়ে কৃত্রিমভাবে গরু মোটাতাজা করছিলেন এক পাইকার। এ অপরাধে তাকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।

এছাড়া,  অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে তিশা পরিবহনকে ২০ হাজর টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। আদায়কৃত অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফেরত দেয়া হয়। রাইজিংবিডি/ঢাকা/৯ আগস্ট ২০১৯/মাকসুদ/রফিক