আইন ও অপরাধ

গৃহকর্মীকে মারধর, অতপর…

জ্যেষ্ঠ প্রতিবেদক: স্ত্রী তাসলিমা বেগম মারধর করলেন শিশু গৃহকর্মীকে। স্বামী জাহাঙ্গির এর প্রতিবাদ করেন। সইতে না পেরে স্ত্রী তাসলিমা বেগম (৩৫) নিজেই আত্মহত্যা করলেন। ঘটনাটি ঘটেছে রাজধানীর রামপুরা এলাকায়।

বুধবার দুপুরে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। লাশের ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতের স্বজনরা জানান, বাসার কাজে সহযোগিতা করার জন্য প্রায় সাত-আট মাস আগে গ্রামের বাড়ি থেকে ৮/৯ বছরের এক শিশুকে তাসলিমা নিয়ে আসেন। মঙ্গলবার রাতে ওই শিশু গৃহকর্মীকে তাসলিমা গালমন্দ ও মারধর করেন। স্বামী জাহাঙ্গির এর প্রতিবাদ করায় তসলিমা রেগে ঘরের দরজা বন্ধ করে দেন। অনেক ডাকাডাকি করলে সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখেন ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে ঝুলে আছেন তাসলিমা। নিহতের বাড়ি রাজবাড়ী জেলায়। তারা পূর্ব রামপুরা আব্দুল্লাহবাগ মসজিদ এলাকার একটি বাড়িতে থাকেন।

 

রাইজিংবিডি/ঢাকা/১৪ আগস্ট ২০১৯/মাকসুদ/হাকিম মাহি