আইন ও অপরাধ

বরগুনার পৌর মেয়রের ছেলে কারাগারে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলিস্তান থেকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া বরগুনার পৌর মেয়রের ছেলে নাছির আল মামুনকে (৩৫) রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর হাকিম কনক বড়ুয়া শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে এক দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই মো. আ. জলিল।

আবেদনে বলা হয়, আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

আসামির জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

অপরদিকে, আসামির পক্ষে মো. সালাউদ্দিন জামিনের আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, আসামি নির্দোষ, তিনি পরিস্থিতির শিকার। ষড়যন্ত্রমূলকভাবে তাকে মামলায় জড়ানো হয়েছে। রিমান্ড প্রতিবেদনে আসামির বিরুদ্ধে কোনো তথ্য উদঘাটন করা হয়েছে মর্মে উল্লেখ করা হয়নি। আমি তার জামিন প্রার্থনা করছি।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৭ আগস্ট এ আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

১৬ আগস্ট দুপুরে ১০০ পিস ইয়াবাসহ নাছির আল মামুনকে আটক করে পুলিশ।

পল্টন থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, ‘১৬ আগস্ট দুপুরে গুলিস্তান এলাকায় টহল ডিউটির সময় এক যুবককে সন্দেহ করে তিনি তল্লাশি করেন। ওই যুবকের প্যান্টের পকেট থেকে পলিথিনের একটি ছোট প্যাকেট উদ্ধার হয়। প্যাকেটের মধ্যে গোলাপী রঙের ১০০ পিস ট্যাবলেট পাওয়া যায়।

ইয়াবা উদ্ধারের ঘটনায় পল্টন মডেল থানার এসআই জাহাঙ্গীর হোসেন ১৭ আগস্ট মামলাটি দায়ের করেন। রাইজিংবিডি/ঢাকা/১৯ আগস্ট ২০১৯/মামুন খান/রফিক