আইন ও অপরাধ

ইয়াবাসহ গ্রেপ্তার জসিম কারাগারে

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দশ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার জসিম উদ্দিনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার একদিনের রিমান্ড শেষে জসিমকে আদালতে হাজির করলে ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ১৮ আগস্ট ইয়াবাসহ গ্রেপ্তার জসিমকে আদালতে হাজির করা হয়। ১৯ আগস্ট আদালত জসিমের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা ১০ হাজার ইয়বাসহ জসিম উদ্দিনকে আটক করে। জসিম উদ্দিন কক্সবাজার জেলার উখিয়া থানার গৌজ ঘোনা পালংখালী গ্রামের নুর আহমদের ছেলে।

বিমানবন্দর সূত্র জানায়, ঘটনাস্থলে জসিম সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলো। তাকে আটক করে তল্লাশি করা হয়। এক পর্যায়ে ইয়াবা থাকার কথা স্বীকার করেন জসিম। তার কোমরে বিশেষভাবে বানানো মোটা বেল্টে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা। জসিম নভোএয়ারের ফ্লাইট ভিকিউ ৯৩৪ যোগে কক্সবাজার থেকে ঢাকায় আসেন। রাইজিংবিডি/ঢাকা/২১ আগস্ট ২০১৯/মামুন খান/নবীন হোসেন