আইন ও অপরাধ

গুলশানে হামলা, ভাঙচু্রের ঘটনায় মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক : গুলশান-১ এ দিনে-দুপুরে ইমানুয়েল ব্যানকুয়েট কমিউনিটি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। হামলায় সেন্টারের বেশ কয়েকজন আহত হয়।

আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। হামলার ঘটনায় ছাত্রলীগের নেতারা জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার দুপুরে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম কামরুজ্জামান রাইজিংবিডিকে হামলার বিষয়টি নিশ্চত করে বলেন, বৃহস্পতিবার দুপুরের এ ঘটনা ঘটে। এরই মাধ্যে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।৷ মামলায় ব্রাইন রোজারিওর নামে আছে। তবে তার পদবি উল্লেখ নাই। এছাড়া আরও দুজনের নাম উল্লেখ আছে।

পুলিশ জানায়, ব্রাইন রোজারিও গুলশান ছাত্রলীগের সহ সভাপতি। এছাড়া ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সরকার রেজওয়ান আহমেদ রিফাত ও সাবেক এক নেতার নাম রয়েছে।

বাদি ও কমিউনিটি সেন্টারের মালিক জাহাঙ্গীর অভিযোগ করেন, উল্লেখিত আসামিদের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন হেলমেট পরে এবং ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। তারা ভেতরে ব্যাপক ভাংচুর করে। তাদের হামলায় সেন্টারের ৭ নিরাপত্তা প্রহরী আহত হয়। রাইজিংবিডি/ঢাকা/২৪ আগস্ট ২০১৯/মাকসুদ/নবীন হোসেন