আইন ও অপরাধ

ঝিনাইদহে ভূমিদস্যুদের ২৫ কিমি নদী দখল

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় কোদলা নদীর ২৫ কিলোমিটার দখলের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ।

ভূমিদস্যুরা প্রায় ১০০টি পুকুর কেটে মহেশপুর উপজেলার সীমান্তবর্তী কোদলা নদীর ২৫ কিলোমিটার অংশ দখল করে নিয়েছে। যেখানে মাছ চাষ চলছে। গড়ে উঠেছে বসতি ও পাকা স্থাপনা।

বৃহস্পতিবার যশোর দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের এক অভিযানে সত্যতা পাওয়ার পর জেলা প্রশাসনকে উচ্ছেদ অভিযানের নির্দেশনা দেওয়া হয়েছে। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র রাইজিংবিডিকে জানিয়েছেন।

দুদক উপপরিচালক মোঃ নাজমুচ্ছায়াদাতের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সরেজমিন অভিযানে দুদক টিম অভিযোগের সত্যতা পায়।

এদিকে দুদক এনফোর্সমেন্ট ইউনিটের পাঠানো চিঠির প্রেক্ষিতে দিনাজপুর সদরে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পরিবেশের ক্ষতিসাধনের অভিযোগে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। দুদক হটলাইনে আগত অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট ইউনিটের পক্ষ হতে দিনাজপুরের জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়। জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত অভিযানে ৩নং ফাজিলপুর ইউনিয়নের আওতাধীন বুড়ির হাট আত্রাই নদী বালুমহলটির ইজারাদার ইজারার সমুদয় অর্থ পরিশোধ না করেই বেআইনিভাবে বালু উত্তোলন করছেন বলে প্রতীয়মান হয়। অভিযানকালে বালু উত্তোলনের সরঞ্জামাদি হিসেবে ব্যবহৃত ৩ টি শ্যালো মেশিন এবং ১৫০ ফুট পিভিসি পাইপ আটক এবং ঘটনাস্থলেই পুড়িয়ে নষ্ট করা হয়। রাইজিংবিডি/ঢাকা/২৯আগস্ট ২০১৯/এম এ রহমান/সাজেদ