আইন ও অপরাধ

তাহেরির বিরুদ্ধে মামলার বিষয়ে আদেশ কাল

নিজস্ব প্রতিবেদক : ঈমানী বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি মোহাম্মদ গিয়াস উদ্দিন আত তাহেরির বিরুদ্ধে যে মামলা দায়েরের আবেদন করা হয়েছে সে বিষয়ে আদেশের জন্য আগামীকাল সোমবার দিন ঠিক করেছেন আদালত।

সম্প্রতি ওয়াজ মাহফিলে বিতর্কিত বক্তব্য দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে গিয়াস উদ্দিন আত তাহেরির বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়।

রোববার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে মামলা দায়েরের আবেদন করেন ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী সদস্য মো. ইব্রাহিম খলিল।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদেশের জন্য আগামীকাল সোমবার দিন ঠিক করেছেন বলে জানান সংশ্লিষ্ট আদালতের পেশকার শামীম আল মামুন।

এ বিষয়ে বাদী গত ৩১ আগস্ট কোতয়ালী থানায় মামলা করতে যান। থানা কর্তৃপক্ষ মামলাটি না নিয়ে আদালতে মামলা দায়েরের পরামর্শ দেন। এরপর বাদী আদালতে মামলার আবেদন করে বলে এজাহারে উল্লেখ করেন। রাইজিংবিডি/ঢাকা/১ সেপ্টেম্বর ২০১৯/মামুন খান/রফিক