আইন ও অপরাধ

সেই কিশোর কারাগারে

নিজস্ব প্রতিবেদক : ৫ বছর পর ফিরে আসা সেই কিশোর আবু সাঈদসহ (১৫) তার বাবা মোহাম্মদ আজম, মা মাহিনুর বেগম ও আত্মীয় আব্দুল জব্বারকে প্রতারণার মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকা সিএমএম আদালত এ আদেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী মো. ওয়াহিদুজ্জামান লিটন বিষয়টি নিশ্চিত করেছেন।

অপহরণের পর খুনের মামলার বিচারকার্য যখন প্রায় শেষের দিকে তখন পুলিশ আবু সাঈদকে জীবিত উদ্ধার করলে ‘টক অব টাউনে’ পরিণত হয় খবরটি।

মামলার তদন্ত কর্মকর্তা হাজারীবাগ থানার এসআই লন্ডন চৌধুরী আসামিদের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। শুনানিকালে আসামি পক্ষে কোন আইনজীবী ছিল না।

এর আগে গত ৩১ আগস্ট এ আসামিদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করে সিএমএম আদালত।

উল্লেখ্য, মিথ্যা ওই অপহরণ ও হত্যা মামলায় সোনিয়া আক্তার, তার ভাই আফজাল হোসেন ও আত্মীয় সাইফুল ইসলাম ৬ মাস থেকে ৩ বছর পর্যন্ত কারাভোগ করেন। এছাড়া আফজাল হোসেন ও সাইফুল ইসলামের কাছ থেকে জোর করে স্বীকারোক্তি আদায় করা হয় বলেও অভিযোগ করেন তারা।

** রাইজিংবিডি/ঢাকা/৩ সেপ্টেম্বর ২০১৯/মামুন খান/নবীন হোসেন