আইন ও অপরাধ

ভুয়া ক্ষতিগ্রস্ত সাজিয়ে পূর্বাচলে প্লট, আসামি ৫

নিজস্ব প্রতিবেদক : জালিয়াতির মাধ্যমে ‘ভুয়া ক্ষতিগ্রস্ত আদিবাসী’  সাজিয়ে পূর্বাচল প্রকল্পে সরকারি প্লট বরাদ্দের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের (ঢাকা-১) এর সহকারী পরিচালক জি এম আহসানুল কবীর বাদী হয়ে মামলাটি করেন বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

আসামিরা হলেন- প্লট বরাদ্দ পাওয়া এনিনা বেগম, তার স্বামী ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. আফছার আলী শেখ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক সদস্য (এস্টেট) মো. রেজাউল করিম তরফদার, সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আলী ও সাবেক পরিচালক মো. হুমায়ূন খান।

মামলার এজাহারে বলা হয়, এনিনা বেগম আদিবাসী না হওয়া সত্বেও জাল নথিপত্রের মাধ্যমে ২০০২ সালে ক্ষতিগ্রস্ত আদিবাসী কোটায় আবেদন করে পূর্বাচল আবাসিক এলাকায় পাঁচ কাঠা আয়তনের একটি প্লট বরাদ্দ পায়। আবেদনে এনিনার স্বামীর নাম উল্লেখ না করে প্রতারণার আশ্রয় নিয়ে বাবার নাম উল্লেখ করেন। যদিও তার স্বামী আফছার আলী শেখ তৎকালীন ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ছিলেন বলে এজাহারে বলা হয়।

এই ঘটনার সাথে ওই পাঁচজন সংশ্লিষ্ট থাকায় তাদেরকে আসামি করা হয় বলে দুদক জানায়। রাইজিংবিডি/ঢাকা/৪ সেপ্টেম্বর ২০১৯/এম এ রহমান/সাইফ