আইন ও অপরাধ

কেবিন ক্রুর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক : ১০ কেজি স্বর্ণসহ গ্রেপ্তার ইউএস বাংলা এয়ারলাইন্সের কেবিন ক্রু রোকেয়া শেখ মৌসুমী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সোমবার দুই দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই সফিকুল ইসলাম। আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তার রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে। গত ৬ সেপ্টেম্বর এ আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে ৫ সেপ্টেম্বর বিকেলে রোকেয়া শেখ মৌসুমীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন জানান, ৫ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে ওমানের মাসকাট বিমানবন্দর থেকে শাহজালাল বিমানবন্দরে আসা একটি বেসরকারি এয়ারলাইনসের ফ্লাইটে অভিযান চালানো হয়। ফ্লাইটের ক্রুরা গ্রিন চ্যানেল পার হয়ে বের হয়ে আসতে থাকেন। পুলিশ সদস্যরা মৌসুমীকে চ্যালেঞ্জ করেন। পরে তার দেহ তল্লাশি করে ১০ কেজি স্বর্ণ পাওয়া যায়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা দায়ের করে। রাইজিংবিডি/ঢাকা/৯ সেপ্টেম্বর ২০১৯/মামুন খান/সাইফ