আইন ও অপরাধ

মহিলাদলের সভানেত্রী গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিস্ফোরক মামলায় জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী রাজিয়া আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে বংশাল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

১১ সেপ্টেম্বর রাতে বংশাল থানার অফিসার ইনচার্জ ( ওসি) শাহিন ফকির রাইজিংবিডিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা আছে। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। বৃহস্পতিবার রাজিয়াকে আদালতে পাঠানো হবে।

জানা গেছে, রাজিয়া ঢাকা মহানগর দক্ষিণের মহিলাদলের সভানেত্রী। বুধবার বেলা আড়াইটার দিকে পুলিশ তাকে পুরান ঢাকার নয়াবাজারের বাগডাসা লেনের বাসা থেকে গ্রেপ্তার করে। রাইজিংবিডি/ঢাকা/১১ সেপ্টেম্বর ২০১৯/মাকসুদ/শাওন/নবীন