আইন ও অপরাধ

পাসপোর্ট অফিসের হিসাব রক্ষক কারাগারে

অবৈধ সম্পদ অর্জনের মামলায় সিলেট পাসপোর্ট অফিসের হিসাব রক্ষক জসিম উদ্দিন ভূইয়ার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে.এম. ইমরুল কায়েশ জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর  আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, এ মামলায় আসামি জসিম উদ্দিন ভূইয়া হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে এদিন তিনি আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে আদালতে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

প্রসঙ্গত, আগারগাঁও পাসপোর্ট অফিসের সাবেক অফিস সহকারী জসিম উদ্দিন ভূইয়া অবৈধভাবে অর্জিত অর্থ দিয়ে তার নিজ ও স্ত্রীর নামে চট্টগ্রাম জেলার মীরসরাই থানাধীন বিভিন্ন মৌজায় জমি ক্রয়সহ জ্ঞাত আয় বহির্ভূত মোট ১৭ লাখ ২৭ হাজার ৫৭৩ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেছেন বলে দুদক জানতে পারে। এসব সম্পদ তিনি ভোগদখলে রেখেছেন। এছাড়া দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে তিনি নিজ ও স্ত্রীর নামে ২৬ লাখ ৮০ হাজার টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেন। এ অভিযোগে গত ৪ আগস্ট দুদকের সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) মামলাটি করেন। রাইজিংবিডি/ঢাকা/১৫ সেপ্টেম্বর ২০১৯/মামুন খান/নবীন হোসেন