আইন ও অপরাধ

চাঁদনী চক মার্কেটের নির্বাচনে নিষেধাজ্ঞা

রাজধানীর চাঁদনী চক মার্কেটের দোকান মালিকদের সংগঠন চাঁদনী চক বিজনেস ফোরামের নির্বাচনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

আর এ নিষেধাজ্ঞার ফলে ২৪ সেপ্টেম্বর নির্বাচন হচ্ছে না।

ঢাকার সিনিয়র সহকারী জজ প্রথম আদালতের বিচারক বেগম কানিজ তানিয়া রুপা এই আদেশ দিয়েছেন।

রোববার বাদী পক্ষে মামলা পরিচালনাকারী ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী এতথ্য জানিয়েছেন।

ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী বলেন, গত ১৯ সেপ্টেম্বর নির্বাচন স্থগিত চেয়ে মামলা করি। আদালত নির্বাচনে নিষেধাজ্ঞা জারি করেছেন। নিষেধাজ্ঞার ফলে চাঁদনী চক বিজনেস ফোরামের নির্বাচনের সুযোগ নেই। ফলে ২৪ সেপ্টেম্বরের নির্বাচন হচ্ছে না।

ওই মার্কেটের দোকান মালিক মো. জাবেদুর রহমানসহ ২০ জন বাদী হয়ে ঘোষণামূলক দেওয়ানি মামলাটি দায়ের করেন। গত ৪ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।

ভোটার তালিকায় জাবেদুর রহমানসহ ২০ বিবাদীর নাম বাদ পড়ে। ভোটার তালিকাতে নাম অন্তর্ভুক্ত না করায় নির্বাচনের ওপর সাময়িক নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন তারা। ঢাকা/মামুন খান/ইভা